করোনাভাইরাস নিয়ে দেশে চলমান দুঃসময়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর ঈদগাহ মাঠে সামাজিক দুরুত্ব বজায় রেখে কর্মহীন ও নিন্ম মধ্যবিত্তদের মাঝে খাদ্যে সামগ্রী বিতরন করেছেন গাজীপুর ইউসুফ ফাউন্ডেশন।
১৮ এপিল (শনিবার) সকালে উপজেলার পাইকপাড়া দক্ষিন ইউনিয়নের গাজীপুর ঈদগাহ মাঠে ফাউন্ডেশনের পক্ষ থেকে ১ শ ৭২ পরিবারের মাঝে ইউসুফ ফাউন্ডেশনের পক্ষ থেকে সামগ্রীর মধ্যে ছিল চাউল ১০ কেজি, আলু ২ কেজি ।
অসহায়দের মাঝে খাদ্যে সামগ্রী বিতরনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিটু।
এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর ইউসুফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইউসুফের বাবা ইসমাইল হোসেন, আওয়ামী লীগ নেতা, সাবেক ইউপি মেম্বার মোঃ মাইনুদ্দীন ও সাইফুল ইসলাম, মো. জাহঙ্গীর হোসেন বাবুল, গাজীপুর বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মোঃ নুরুল ইসলাম বতু, আবুল কালাম আজাদ প্রমুখ।
এসময় জেলা পরিষদের সদস্য মসিউর রহমান মিঠু বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে ঘরে থাকার বিষয়ে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা যেই র্নিদেষনা দিয়েছেন তা মেনে চলার অনুরোধ জানান। আপনারা ঘরে থাকুন আমরা আপনাদের ঘরে ঘরে খাবার পৌঁচে দিব।
প্রতিবেদক:শিমুল হাছান,১৮ এপ্রিল ২০২০