খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালন করেছে চাঁদপুরের ফরিদগঞ্জে খ্রিষ্টান সম্প্রদায়ের ২২টি পরিবার।
বড়দিন উপলক্ষে শনিবার বিকাল ৫টা ও রোববার (২৫ ডিসেম্বর) সকালে সাধু যোসেফের গীর্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
উপজেলার ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের ৩টি বাড়িতে ২২টি পরিবারে প্রায় দেড় শতাধিক খ্রিষ্টান ধর্মাবলম্বীর বসবাস।
খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন একত্রিত হয়ে প্রার্থনায় অংশ নেয়। গীর্জায় প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন ফাদার রবাট গুনসালভেস।
বড়দিনের উৎসব নিয়ে সুষমা ডি সিলভা(৪০) নামে এক নারী বলেন, ‘আমি স্ব-পরিবারে ঢাকায় থাকি। শুভ বড়দিনের উৎসব উপলক্ষে বাড়িতে এসেছি। কোনো ধরেনর অপ্রীতিকর ঘটনা ছাড়াই আনন্দ-উদ্দীপনার মধ্যে দিয়ে বড়দিনের উৎসব উদযাপন করছি। বিকেলে সাধু যোসেফের গীর্জায় প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সবাই একসাথে প্রবেশ করি, ভক্তিগান, ক্ষমা প্রার্থনা, বাইবেল পাঠ, ফাদারের উপদেশ বাণী শোনা, যিশু রুটি খাওয়া ও সূচি শুদ্ধ হই। উৎসব উপলক্ষে বাড়ি বাড়ি তৈরি করা হয়েছে কেক, পিঠাসহ সুস্বাদু খাবার। উৎসব মুখুর পরিবেশে বড়দিন অতিবাহিত করছি।’
খ্রিষ্টান ধর্মাবলম্বী নোয়েল ডি সিলভা, কেনি ডি সিলভা ও নাডু ডি সিলভার সাথে কথা বললে তারাও অনুরুপ অভিব্যক্তি প্রকাশ করেন।
প্রসঙ্গত, এ দিনে খ্রিষ্টর্ধমের পর্বতক যিশুখ্রিষ্ট ফিলিস্তিনের পশ্চিম তীরে বেথলেহেম শহরে জন্মগ্রহন করেন।
প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ
: আপডেট, বাংলাদেশ সম ০৮: ০০ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৬, রোবার
ডিএইচ