Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে খুন হওয়া বোনকে দেখতে এসে দুর্ঘটনায় আহত নারায়নগঞ্জের দু’যুবক
ফরিদগঞ্জে খুন হওয়া বোনকে

ফরিদগঞ্জে খুন হওয়া বোনকে দেখতে এসে দুর্ঘটনায় আহত নারায়নগঞ্জের দু’যুবক

চাঁদপুরের ফরিদগঞ্জে বিদেশ ফেরত স্বামীর হাতে স্ত্রী তানজিনা আক্তার রিতু খুন হওয়ার ঘটনা ঘটে। আর এতে আহত হয় রিতুর মা পারভীন আক্তার ও ভাই প্রান্ত। আর এই খবর শুনে নারায়নগঞ্জের কুতুবপুর থেকে আসা তাদের খালাতো ভাইসহ আরেক যুবক মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়।

১৪ মে বৃহস্পতিবার সকালে চাঁদপুর শহরের ইলিশ চত্বরে মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন,নিহতের খালাতো ভাই নারায়নগঞ্জের কুতুবপুর শাহী মোল্লা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে হাবিবুর রহমান (২৩) ও তার বন্ধু একই এলাকার আলআমিন। বর্তমানে তারা গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।

এদিকে নারায়নগঞ্জ থেকে আসা যুবকদের কথা শুনে হাসপাতালের অন্যান্য রোগীদের মধ্যে আতংক বিরাজ করছে। বর্তমান সময়ে নারায়নগঞ্জে করোনা ভাইরাস ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। নারায়নঘঞ্জ থেকে আসা মানুষের কারনে যার প্রভাব চাঁদপুরে পড়েছে। তবে নারায়নগঞ্জ থেকে আসা দুর্ঘটনায় আহত দুই যুবকের দাবি, তাদের মধ্যে করোনার উপসর্গ নেই একং তারা নারায়নগঞ্জের মধ্যে করোনামুক্ত এলাকার বাসিন্দা।

প্রতিবেদক:শরীফুল ইসলাম,১৪ মে ২০২০