ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে খালি মাঠে আওয়ামী লীগের উত্তাপ : পৃথক মিছিল-সমাবেশ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে ফরিদগঞ্জে বিএনপিহীন খালি মাঠে পৃথক মিছিল-সমাবেশ করে উত্তাপ ছড়িয়েছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (৮ ফেব্রæয়ারি) কোথাও বিএনপির নেতাকর্মীদের দেখা মিলেনি। অপরদিকে পৌর শহরে আ’লীগের জাতীয় পরিষদের সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি, সাংবাদিক শফিকুর রহমানের সমর্থক পৌর মেয়র মো. মাহফুজুল হক ও অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের সমর্থক জেলা পরিষদের সদস্য মো. সাইফুল ইসলাম রিপনের নেতৃত্বে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা পৃথক মিছিল ও সমাবেশ করেছে।

এসব কর্মসূচিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এদিকে থানা পুলিশ জানিয়েছে কোথাও কোন ধরনের সংর্ঘষ ও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

অপরদিকে বিএনপির নেতাদের দাবী নেতাকর্মীদের ঢাকার কর্মসূচিতে অংশগ্রহণ ও পুলিশের হয়রানির কারণে তারা মাঠে কোন কর্মসূচি পালন করতে পারেনি।

প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ

Share