ফরিদগঞ্জে খাদ্যনালী বন্ধ হয়ে ৭ মাসের শিশুর মৃত্যু 

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রামপুর বাজার সংলগ্ন পশ্চিম লাউড়া গ্রামে বিল্লাল হোসেন মাঝি ৭ মাসের পুত্র সন্তান আবদুল্লার খাদ্য নালীতে খাবার আটকে গিয়ে করুন মৃত্যু হয়েছে।

হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাযায় হাইমচর উপজেলার পাশ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলার রামপুর বাজার সংলগ্ন পশ্চিম লাউড়া গ্রামে বিল্লাল হোসেন মাঝি ছেলে কে খাবার খাওয়াতে গেলে  কান্না করায় খাদ্য নালীতে আটকে গিয়ে স্বাস বন্ধ গেলে হাসপাতাল নিয়ে আসে।  আবদুল্লাহ কে পরিক্ষা নিরীক্ষা করে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। 

এ ব্যাপার নিহত আবদুল্লাহ পরিবারের লোকজন জানায় সকালে তাকে তার মা নাস্তা খাওয়াতে গেলে সে কান্না করতে ছিল সেই সময় খাবার খাওয়ালে আর নিঃস্বাস ফেলতে না পারায় হাসপাতালে নিয়ে আসি।

এ ব্যাপারে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের চিকিৎসক জানান, ছেলেটিকে খাওয়ার সময় তার খাদ্য নালীতে খাবার আটকে গিয়ে স্বাস বন্ধ হয়ে মারা যায়। আমরা আমাদের পক্ষ থেকে ছেলেটিকে বাচাঁনোর চেষ্টা করেছি।

প্রতিবেদক: বিএম ইসমাইল, ২৭ আগস্ট ২০২২

Share