Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জে ক্ষতিগ্রস্থ মৎস্য চাষীদের মাছের পোনা সহায়তা
ক্ষতিগ্রস্থ

ফরিদগঞ্জে ক্ষতিগ্রস্থ মৎস্য চাষীদের মাছের পোনা সহায়তা

বন্যায় ক্ষতিগ্রস্থ মৎস্যচাষীদের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) ফরিদগঞ্জ উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরের মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় প্রাথমিক ভাবে একশত প্রান্তিক মৎস্যচাষীকে জনপ্রতি ১০ কেজি করে দেশীয় পোনা মাছ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সুলতানা রাজিয়া।

উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেনের পরিচালনায় বিতরণ পূর্ব আলোচনায় উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, প্রেসক্লাবের সভাপতি মামুনু রশিদ পাঠান উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, কয়েকমাস পূর্বে টানা বর্ষণে ভয়াবহ জলাবদ্ধতায় ফরিদগঞ্জে মৎস্যচাষীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে। সরকারি ভাবে প্রাথমিক ভাবে প্রান্তিক মৎস্যচাষীদের সহায়তার জন্য ১০ কেজি করে পোনা মাছ একশত চাষিকে প্রদান করা হয়। এই কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়েছেন।

প্রতিবেদক: শিমুল হাছান, ১২ নভেম্বর ২০২৪