ফরিদগঞ্জে কেন্দ্র কমিটি গঠন ও নির্বাচনী আলোচনা সভা

ফরিদগঞ্জ পৌর সদর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির কেন্দ্র কমিটি গঠন ও নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ফরিদগঞ্জ সদরস্থ হায়দার বক্স পাটওয়ারী বাড়িতে ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচার ও পরিচালনা কমিটির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মহসিন পাটওয়ারী। এসময় বক্তব্য রাখেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম পাটওয়ারী, আব্দুল খালেক পাটওয়ারী, যুবদল নেতা আব্দুল মতিন, পৌর বিএনপি নেতা মজিবুর রহমান মুজিব, বাবুল পাটওয়ারী, আলমগীর পাটওয়ারী, মনির হোসেন চৌধুরী, রাজু পাটওয়ারী, শিবলু, আরিফ তরফদার, শাহনুর তরফদার, জিয়া উদ্দিন চৌধুরী, কৃষ্ণ কমলসহ ওয়ার্ড ও কেন্দ্রের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ফরিদগঞ্জ উপজেলার মধ্যে এই কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য। এই ওয়ার্ডের ভোটাররা ঐতিহ্যগতভাবে গণতন্ত্রকামী ও পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়ে আসছেন। তাই সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।

বক্তারা আরও বলেন, প্রতিদিন যদি প্রত্যেক কর্মী অন্তত ২০ জন ভোটারের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন, তাহলে এই কেন্দ্র থেকেই উপজেলার সর্বোচ্চ ভোট নিশ্চিত করা সম্ভব। ত্যাগ, নিষ্ঠা ও ঐক্যের মাধ্যমে আগামীর প্রধানমন্ত্রী তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও সুখী বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে অংশীদার হতে হবে।

প্রতিবেদক: শিমুল হাছান,
২৩ জানুুয়ারি ২০২৬