মুজিববর্ষ উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৩ ফেব্রুয়ারি বুধবার দুপুরে উপজেলা কেন্দ্রীয় সমিতির চেয়ারম্যান এর কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরি।
উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান মামুনুর রহমান পাটওয়ারী, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার, সহকারী পল্লি উন্নয়ন কর্মকর্তা আবু শামিম, সমকালের উপজেলা প্রতিনিধি নাছির উদ্দীন পাঠান, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির পরিচালক বিল্লাল হোসেন তালুকদার, সাইফুল ইসলাম পাটওয়ারী, মোতালেব পাটওয়ারী, মাওলানা হানিফ, ফজলুল হক, পরিদর্শক শফিকুর রহমান, আজাদুর রহমান প্রমুখ।
সভার প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরি বলেন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি( বিআরডিবি)র এমন মহতি উদ্যোগকে আমি স্বাগত জানাই। সমাজের বৃত্তবানরা এই ধরনের সামাজিক কার্যক্রমে এগিয়ে আসলে অসহায় মানুষের উপকার হয়। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান এর উদ্যোগে আরো সুন্দর সুন্দর কার্যক্রম হবে প্রত্যাশা করি আমরা।
সভায় অন্যান্য বক্তারা বলেন, জাতির জনকের জন্মশতবর্ষ উপলক্ষে সমবায়ীদের মাঝে শীতবস্ত্র বিতরণের মহতী উদ্যোগ নেয়ার জন্য কেন্দ্রীয় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল কে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। জাতির জনকের হাতে গড়া সমবায় সমিতি গুলোর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গরীব অসহায় সমবায়ীদের অনেকদিন কেউ খোজখবর নেন নাই। বর্তমান সমিতির চেয়ারম্যান দ্বায়িত্ব নেয়ার পর আমাদের খোঁজ খবর নিচ্ছেন এবং বিভিন্ন ধরনের সুবিধা দিচ্ছেন।
প্রতিবেদক:শিমুল হাছান,৩ ফেব্রুয়ারি ২০২১