চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় ৯০টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৭০০-এর বেশি কৃষকের মাঝে ফলজ ও বনজ গাছের চারা, রোপা আমন ধানের উফশী জাতের বীজ, বিভিন্ন ধরনের সবজি বীজ, সার ও বালাইনাশক বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবরার আহাম্মদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ফাহিম হাসান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়দ মো. হামিদুল হকসহ বিভিন্ন পর্যায়ের কৃষক।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুমে প্রণোদনার আওতায় বিভিন্ন প্যাকেজে কৃষকদের মাঝে উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ৭০০ জন কৃষক পেয়েছেন রোপা আমন ধানের উফশী জাতের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে।
এছাড়া ৫০ জন কৃষককে দেওয়া হয়েছে ১০ গ্রাম হাইব্রিড মরিচ বীজ, ৫ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং একটি করে বালাইনাশক। ১০০ জন কৃষক পেয়েছেন ৫ ধরনের শাকসবজির বীজ (মোট ২২৫ গ্রাম), ডিএপি সার ৫ কেজি ও এমওপি সার ৫ কেজি করে।
আরও ৩৫০ জন কৃষক এবং ৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫টি করে দেশি জাতের নারিকেলের চারা, ৪০ জন কৃষক পেয়েছেন ৫টি করে দেশি জাতের তালের চারা ও বেড়া সহায়তা, এবং ৮০ জন কৃষক পেয়েছেন উন্নত জাতের আমগাছের ৫টি করে চারা।
কর্মসূচিতে অংশগ্রহণকারী কৃষকরা জানান, এই ধরনের প্রণোদনা তাদের উৎপাদন বাড়াতে সহায়ক হবে এবং কৃষির প্রতি আগ্রহ আরও বাড়বে।
প্রতিবেদক: শিমুল হাছান, ২৪ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur