চাঁদপুরের ফরিদগঞ্জে কৃষিজমির উর্বর টপসয়েল কাটার অভিযোগে নুর হোসেন খান (৪৫) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের তেলিশাইর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম. জাহিদ হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট বসিয়ে তাৎক্ষণিকভাবে এই জরিমানার ১ লাখ টাকা আদায় করা হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থলে টপসয়েল কাটার কাজে ব্যবহৃত দুটি ভ্যেকু (এক্সকাভেটর) মেশিন জব্দ করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ভ্যেকু চালক পালিয়ে যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম. জাহিদ হাসান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে তেলিশাইর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়া একটি মারাত্মক অপরাধ। এ ধরনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবু বকর ছিদ্দিক, ফরিদগঞ্জ থানার এসআই পিয়াস বড়ুয়া, সুবিদপুর পূর্ব ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা সাহাদাত হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইমান হোসেন ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য সাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
জব্দ করা দুটি ভ্যেকু মেশিন ইউপি সদস্য জাকির হোসেন ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইমান হোসেনের জিম্মায় রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
স্থানীয় সচেতন মহল এ অভিযানকে স্বাগত জানিয়ে বলেছেন, কৃষিজমির উর্বরতা রক্ষায় এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকা জরুরি।
প্রতিবেদক: শিমুল হাছান,
১০ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur