Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে কৃষকের ২ গরু চুরি : দিশেহারা পরিবার
গরু
ফাইল ছবি

ফরিদগঞ্জে কৃষকের ২ গরু চুরি : দিশেহারা পরিবার

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের চৌরাঙ্গা গ্রামের দরিদ্র কৃষক নুরুল ইসলাম (নুরু) খানের ২ টি গরু ৭ জানুয়ারী শনিবার দিবাগত রাতে গোয়ালঘর থেকে চুরি হয়েছে। চুরি হওয়া গরুর মধ্যে একটি গাভী ও একটি ষাঁড় রয়েছে। এর আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টকা। নুরু খানের একমাত্র সম্বল ২ টি গরু চুরি হওয়ায় পরিবারে চলছে কান্নার রোল। এ ঘটনায় বাকরুদ্ধ হয়ে যায় পুরো পরিবার।

এ ব্যাপারে নুরু খান কান্না জড়িত কন্ঠে জানান, ধারদেনা ও অনেক কষ্ট করে গরু কিনে লালন-পালন করে বড় করেছি। ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখি একটি গরুও নেই। আমার সব আশা শেষ হয়ে গেলো। আমার গোয়াল আজ শূন্য। গোয়ালের দিকে তাকালেই কান্না আসে। স্থির থাকতে পারিনা। আমি এখন দিশেহারা।

এলাকাবাসী জানায়, ইতোপূর্বে রাত একই গ্রামের আব্দুর রাজ্জাক কালুর গোয়ালঘর থেকে ৩ টি গরু চুরি হয়ে যায়।

গরু চুরির ঘটনাটি কৃষক পরিবারের পক্ষ থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মহসিন হোসেনকে অবহিত করেছেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান জানান, গরু চুরির ঘটনা আমি অবগত নই, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিবেদক: শিমুল হাছান, ৮ জানুয়ারি ২০২৩