Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে কিন্ডারগার্টেনের ফলাফল প্রকাশ ও বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা

ফরিদগঞ্জে কিন্ডারগার্টেনের ফলাফল প্রকাশ ও বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রোজ হেভেন কিন্ডারগার্টেনের ২০২৪ সালের বার্ষিক  পরীক্ষার ফলাফল প্রকাশ ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্ধীদের ক্রেস্ট প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে নয়াহাট পশ্চিম বাজারে কিন্ডার গার্টেন প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন। 

এসময় তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। গত ১৬ বছর এই শিক্ষা খাতকে ধ্বংস করে দিয়েছি বিগত সরকার। আমরা জাতি হিসেবে কত দূর্ভাগা তা ১৬ বছর প্রমান করে দিয়েছে।এদেশে গত ১৬ বছর হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। তা হয়তো পূরন করা যাবে কিন্তু শিক্ষায় যে ঘাটতি হয়েছে তা পূরন করা সম্ভব না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ফরিদগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন কবির,সাবেক চেয়ারম্যান মফিফুজ ইসলাম চৌধুরী, চির্কা চাঁদপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন, পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কর্মকার, সাবেক ছাত্র নেতা নজরুল ইসলাম পাটওয়ারী প্রমুখ। 

রোজ হেভেন কিন্ডার গার্টেনের পরিচালক মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে ও পরিচালক সাইফুল ইসলাম কালামের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, রোজ হেভেন কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মো: মফিজুর রহমান,  সহকারী শিক্ষক সোহাগ মিজি,  রাবেয়া আক্তার, মাহমুদা আক্তার, রেহানা আক্তার,  সুমাইয়া আক্তার, নুহা আক্তার,  মারিয়া আক্তার এবং ইসমাইল হোসেন সহ সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিবাবকরা উপস্থিত ছিলেন। 

প্রতিবেদক: কবির হোসেন মিজি,২৭ ডিসেম্বর ২০২৪