ফরিদগঞ্জে কালবৈশাখির ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

ফরিদগঞ্জে কাল বৈশাখির তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বসতঘর ও গাছাপালা বিধ্বস্তসহ বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন ছিলো।

২০ এপ্রিল বুধবার সকালে হতে প্রায় বিকেল পর্যন্ত ঝড়ের তান্ডব চলে।

সূত্রে জানা গেছে, সকাল আট ঘটিকা নাগাদ মৌসুমী ঝড়ের তান্ডব শুরু হয়। প্রায় ত্রিশ মিনিট যাবত তান্ডব চললেও মাঝখানে কিছু সময় বিরতি দিয়ে বিকেল পর্যন্ত ঝড়োবৃষ্টি চলে। এতে, উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে উপড়ে পড়া গাছপালা স্থানীয়ভাবে লোকজন অপসারণ করেছেন।

ফরিদগঞ্জ পৌর এলাকার ওয়াপদা অফিস সংলগ্ন লিপি বেগমের বসত ঘরে একটি গাছ ঢলে পড়ে। এতে বসত ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ঢলে পড়া গাছটি ফরিদগঞ্জ ওয়াপদা কর্তৃপক্ষের। সন্ধ্যা পর্যন্ত ওই গাছ অপসারণ না করায় ঘরের মালিক বিপাকে পড়েন- জানিয়েছেন এলাকাবাসী। ওই সময়ে কেউ আহত হননি।

লিপি বেগম জানান, বুধবার সকালে পাশর্^বর্তী ওয়াপদা অফিসের বাউন্ডারির ভিতরে থাকা গাছটি আমার বসত ঘরের উপরে এসে পড়লে আমার ঘরের ব্যাপক ক্ষতিসাধন হয়। রাস্তার পাশে থাকা টিনের ঘর এবং ভিতরের সেমি পাকা ঘর ভেঙে তছনছ হয়ে গেছে। আমি প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছি। তার অন্তত চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এলাকাবাসী ধারণা করছেন।

এদিকে, ঝড়োবৃষ্টির পর উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিরামহীনভাবে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কর্মীরা বিদ্যুৎ সরবরাহ সচল করার চেষ্টা করলেও এ বিপোট (রাত ১০ ঘটিকা) লেখা পর্যন্ত উপজেলার অনেক স্থানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি বলে বিভিন্ন স্থান থেকে লোকজন জানিয়েছেন। তবে, দীর্ঘ সময়ের চেষ্টায় গুরুত্ব বিবেচনায় তিন নং ফিডার (ফরিদগঞ্জ পৌর এলাকায়) এর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা গেছে বলে সূত্রে জানা গেছে।

পল্লী বিদ্যুৎ সমিতি, ফরিদগঞ্জ জোনাল অফিসের জুনিয়র প্রকৌশলী আবুল কালাম জানিয়েছেন, ফরিদগঞ্জ পৌর এলাকা (তিন নং ফিডারসহ) জোনাল অফিসের অন্তর্ভূক্ত ৯ টি ফিডারের প্রায় ৬০ ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল করা গেছে। অপর অংশের কাজ বিরামহীনভাবে চলছে।

প্রতিবেদক: শিমুল হাছান, ২০ এপ্রিল ২০২২

Share