ফরিদগঞ্জে ইয়াবাসহ তিন কারবারি গ্রেফতার
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট।
বুধবার (১০ ডিসেম্বর) গভীর রাতে ফরিদগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনের নির্দেশনায় থানার সেকেন্ড অফিসার এসআই আমজাদ আলী চৌধুরী ও এএসআই জুমায়েত সঙ্গীয় ফোর্সসহ রূপসা উত্তর ইউনিয়নের পূর্ব গাব্দের গাঁও এলাকার বশির দীঘির পাড়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ঘটনাস্থল থেকে ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—কামরুল (৪৮), আব্দুর রব (১৯) এবং সাব্বির হোসেন। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.হেলাল উদ্দিন বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজই তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে উপজেলাবাসীর সর্বস্তরের মানুষের সহযোগিতা একান্ত প্রয়োজন।”
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকমুক্ত সমাজ নিশ্চিত করতে ফরিদগঞ্জ থানা এলাকায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
নিজস্ব প্রতিনিধি/
১০ ডিসেম্বর ২০২৫