চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৪ নং পশ্চিম সুবিদপুর ইউনিয়নের কামতা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯টা হইতে বিকাল ১টা ৩০ মিনিট পর্যন্ত ১৯০ জন ভোটারের মধ্যে ১৯০ জন ভোটারই উৎসবমূখর পরিবেশে তাহাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গণনা শেষে নির্বাচনী ফলাফলে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে মোঃ ছৈয়দ হোসেন নয়ন, তালা চাবি নিয়ে সাধারণ সম্পাদক পদে মোঃ কাউছার ভূইয়া বিজয়ী হন।
নির্বাচনে আইন-শৃঙ্খলার দায়িত্বে ছিলেন ফরিদগঞ্জ থানার এসআই মাসুদ হোসেন ও তার ফোর্স এবং স্থানীয় গ্রাম পুলিশ বাহিনী।
নির্বাচনের সার্বিক দিক দেখাশোনার দায়িত্বে ছিলেন ৪ নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মহাসিন ও স্থানীয় মেম্বার মোঃ কামাল হোসেন ।
বিজয়ী সভাপতি ছৈয়দ হোসেন নয়ন ও সাধারণ সম্পাদক মোঃ কাউছার ভূইয়া তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, বাজার ব্যবসায়ীদের কাছে আমরা চির কৃতজ্ঞ থাকলাম। কাউছার ভূইয়া বলেন ইতিপূর্বে আমি বাজারের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি, দায়িত্ব পালনের সময় বাজারের উন্নয়নে কোনরকম অবহেলা করি না। তাই বাজার ব্যবসায়ীরা আমাকে বিশ্বাস করে এ বছর বিফুল ভোটে সাধরণ সম্পাদক নির্বাচিত করেছেন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ১০ জুন ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur