ফরিদগঞ্জে কাফনের কাপড় পরে বিক্ষোভ
ফরিদগঞ্জে ধানের শীষ প্রতীকের প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২৩ নভেম্বর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া এ বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে সমাপ্ত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া কিছু নেতাকর্মীরা দেহে কাফনের কাপড়, হাতে ব্যানার–ফেস্টুন ও স্লোগান এক ভিন্ন আবহ তৈরি করে। বিএনপির ঘোষিত মনোনয়নে স্থানীয় নেতাকর্মীদের অসন্তোষ ও ক্ষোভই ছিল এ কর্মসূচির মূল প্রতিফলন।
শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ এবং ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন।
বক্তারা বলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সাধারণ মানুষের প্রাণের নেতা, দানবীর আলহাজ্ব এম.এ. হান্নানকে দলীয় জন-জরিপ অনুযায়ী পুনরায় বিবেচনা করে ধানের শীষ প্রতীক দিতে হবে। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে গরিব–দুঃখী মানুষের পাশে থেকেছেন, দলের কঠিন সময়ে ছিলেন অটল ও নিষ্ঠাবান। অথচ মনোনয়ন ঘোষণায় তাঁকে প্রার্থী করা হয়নি—এ সিদ্ধান্তে আমরা তীব্র হতাশ ও ক্ষুব্ধ।
তারা আরও বলেন, ফরিদগঞ্জের নেতা–কর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা, দুঃসময়ের পথচলার সাথী আলহাজ্ব এম.এ. হান্নানকে ধানের শীষ প্রতীক দেওয়া হোক। প্রার্থী পরিবর্তন করে তাঁকে পুনরায় মনোনীত করার দাবিই আজকের এই কাফন পরিহিত মিছিলের মূল বার্তা।
বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল ও মহিলা দলের বিভিন্ন স্তরের প্রায় পাঁচ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে ফরিদগঞ্জ শহরজুড়ে উত্তেজনা ও আবেগময় পরিবেশ বিরাজ করে।
প্রতিবেদক: শিমুল হাছান,
২৩ নভেম্বর ২০২৫