Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে কর্মহীন হতদরিদ্রের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
ফরিদগঞ্জে কর্মহীন হতদরিদ্রের, মুজিব বর্ষের অঙ্গিকার

ফরিদগঞ্জে কর্মহীন হতদরিদ্রের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

“মুজিব বর্ষের অঙ্গিকার খাদ্য নিরাপত্তা হউক সবার” এই স্লোগানে কর্মহীন প্রতিবন্ধী হতদরিদ্রদের পাশে দাঁড়ালো চাঁদপুর-ডিপিওডি।

কোভিড-১৯ বৈর্ষ্যিক মহামারিকালে চাঁদপুর ডিপিওডির কর্ম এলাকায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজন অনুযায়ী খাদ্য সহায়তা প্রদান করা হয়।

৫ নভেম্বর বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জ বাজারে সাতটি দোকানে ১০ জন করে ৭০ জনকে নিজ নিজ পছন্দ অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নির্দিষ্ট টাকার মধ্যে নিজেদের পছন্দ অনুযায়ী পণ্য নিতে পেরে অনেক খুশি তারা।

এ সময় উপস্থিত ছিলেন, ডিপিওডির পরিচালক মমতাজ উদ্দিন মিলন, উপজেলা যুবলীগের সদস্য আবদুর রহিম রুবেল প্রমূখ।

খাদ্যসামগ্রী বিতরণকালে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারও ব্যবহার করা হয়। প্রায় ২০০ জন ব্যক্তির মধ্যে মাস্ক বিতরণ করা হয়। প্রতিবন্ধীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জীবন ও জীবিকা সচল রাখা এই কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য।

সরকারি সকল কর্মসূচী বাস্তবায়ন কালে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের কথা বিবেচনায় রেখে করার আহব্বান করা হয়।

প্রতিবেদক:শিমুল হাছান,৫ নভেম্বর ২০২০