ফরিদগঞ্জে কর্মবিরতি, স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা বন্ধ রেখে চার ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসা হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এতে ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এই অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়।
কর্মবিরতি চলাকালে হাসপাতাল গিয়ে দেখা যায়, হাসপাতালের ফার্মেসির বিনা মূল্যে সরকারি ওষুধ বিতরণ, রক্ত পরীক্ষা, এক্স-রে, আলট্রাসনোগ্রামসহ রোগ নির্ণয়ের বিভিন্ন সেবাকেন্দ্র বন্ধ হয়ে রয়েছে। তবে হাসপাতালের অন্যান্য সেবা কার্যক্রম স্বাভাবিক ছিল।
জানা গেছে, সেবা বন্ধ রেখে আন্দোলকারীরা হাসপাতালের প্রশাসনিক ফটকের সামনে ব্যানার টানিয়ে ও অবস্থান নিয়ে দাবিদাওয়া নিয়ে তাদের কর্মসূচি পালন করেন।
আন্দোলনরত কর্মচারীরা জানান, অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হলেও টেকনোলজিস্টদের ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। ডেঙ্গুসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও তাঁরা ন্যায্য গ্রেড থেকে বঞ্চিত। দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে সামনে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
তাঁরা আরও বলেন, একই দাবিতে বৃহস্পতিবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।
আন্দোলনরতদের পক্ষে বক্তব্য রাখেন মেডিকেল টেকনোলজিস্ট মো. জাহিদুল ইসলাম, আব্দুল কাদির ও ফার্মাসিস্ট পিল্টন প্রমুখ।
পরে দুপুর ১২টা নাগাদ কর্মবিরতি শেষ করে কর্মচারীরা কাজে ফিরলে পুনরায় হাসপাতালের সেবা প্রদান কার্যক্রম স্বাভাবিক হতে দেখা গেছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র (আরএমও) মো. মুজাম্মেল হোসেন বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মসূচির কারনে কিছুটা সময় চিকিৎসা সেবা বিঘ্ন হয়েছে। আন্দোলনকারীদের বুঝিয়ে সকলকে নিজ নিজ দাপ্তরিক কাজে পাঠানো হয়েছে। রোগীদের কষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান,
৩ ডিসেম্বর ২০২৫