ফরিদগঞ্জে করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে জন-সচেতনতার লক্ষে মানববন্ধন করেছে উপজেলা প্রশাসন।
১৮ নভেম্বর বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের সামনে উপজেলা নিবার্হী কর্মকর্তা শিউলী হরির নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা শওকত আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: মনিরউজ্জামান, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার, একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন, আনসার ভিডিপি কর্মকর্তা সৌভাগ্য সাহা প্রমুখ।
এদিকে মানববন্ধন কালে উপজেলা নিবার্হী অফিসার শিউলী হরি মাস্ক না পড়ায় ১৫ জন পথচারিকে ২ হাজার টাকা জরিমানা করেন।
মানববন্ধন শেষে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শারমিন আক্তার ফরিদগঞ্জ বাজারে মাস্ক পড়তে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং মাস্ক না পড়ায় ২৫ জনকে ৩ হাজার ৩’শ ৫০ টাকা জরিমানা করেন।
এছাড়া মেঘনাপাড় মুক্ত স্কাউট ও আনসার ভিডিপির সদস্যরা উপজেলা সদরে জনগণকে মাস্ক পড়তে জনগণকে সচেতন করতে উৎসাহিত করেন।
প্রতিবেদক:শিমুল হাছান ১৯ নভেম্বর ২০২০