চাঁদপুরের ফরিদগঞ্জে করোনা উপসর্গে নিয়ে রনি গুপ্ত নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
জানা গেছে, ১৫ জুন সোমবার উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের দত্রা গ্রামের কালু গুপ্তের ছেলে রনি গুপ্ত (৩৩) জ্বর, সর্দি কাশি নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি হয়। তার অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। এ্যাম্বুলেন্স যোগে ঢাকা যাওয়ার পথে মতলবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরবর্তীতে চাঁদপুর সদর হাসপাতালে আনাহলে হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যু নিশ্চিত করে এবং তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে।
এদিকে রনি গুপ্তের জীবনাবসান কালে করোনা উপসর্গ থাকায় বিশেষ ব্যবস্থায় চাঁদপুরেই দাহ্য করা হবে বলে নিশ্চিত করেছে উক্ত ইউনিয়ন আ’লীগ নেতা ফয়সাল আহমেদ মুন্না।
রনি গুপ্ত পাশ্ববর্তী লক্ষীপুর জেলার চাটখিলে স্বর্নের ব্যবসা করতো। মৃত্যুকালে তিনি এক সন্তানের জনক ছিলেন।
প্রতিবেদক:শিমুল হাছান,১৬ জুন ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur