চাঁদপুরের ফরিদগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিন সন্তানের জনকের মৃত্যু হয়েছে।
১৬ এপ্রিল শুক্রবার বিকেলে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামের মজুমদার বাড়ির আবদুল আজিজের বড় ছেলে মিজানুর রহমান (৪০) করোনা আক্রান্ত হয়ে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। মিজানুর রহমান মৃত্যু কালে বাবা-মা, স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে যান।
মিজাজানুর রহমানের পরিবার চাঁদপুর টাইমসকে জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহ ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার বিকেল ৪ ঘটিকার সময় হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন।
প্রতিবেদক:শিমুল হাছান,১৬ এপ্রিল ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur