ফরিদগঞ্জে কবরস্থান রক্ষার্থে বাঁশের বেড়া নিয়ে অপপ্রচার

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালুথুবা পূর্ব ইউনিয়নের একটি পারিবারিক কবরস্থানের মর্যাদা রক্ষার্থে বাঁশের বেড়া দেয়ার পর ঘটনাটিকে ঘিরে কয়েকটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও অপপ্রচার করে আসছে। এতে এলাকায় উত্তেজনা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়েছে।

জানা গেছে, উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা এলাকার অন্তর্গত লিলাম বাড়ির কবরস্থানটি দীর্ঘদিন ধরে খোলা অবস্থায় থাকায় গবাদি পশুর চলাচল, শিশুদের খেলা ও জঞ্জাল ফেলার কারণে কবরগুলোর মর্যাদা ক্ষুণ্ন হচ্ছিল।

সম্প্রতি ঢাকা মহানগর দক্ষিণ ওলামা দলের সভাপতি মাওলানা আলমগীর হোসেন খলিলী ও তার পরিবারের অন্যান্য সদস্যরা মিলে তাদের পৈত্রিক সম্পত্তি এবং পরিবারিক কবরস্থানের মর্যাদা রক্ষার্থে কবরস্থানের চারপাশে বাঁশের বেড়া দেন, যাতে মৃতদের কবর অক্ষত থাকে এবং সাধারণ মানুষ সম্মানের সাথে চলাচল করেন। এতেই ঘটে বিপত্তি। একই বাড়ির মজিবুর রহমান খোকন ও বালিথুবা পূর্ব ইউনিয়ন ছাত্রদল নেতা সাইফুল ইসলাম গংরা কবরস্থানকে বাড়ির এজমালি রাস্তা দাবি করেন এবং চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়েছে বলেন এবং বিভিন্ন ভাবে অপপ্রচার চালাতে থাকেন।

সরজমিন ও স্থানীয়রা জানান, রাস্তায় কোন বাঁশের বেড়া দেওয়া হয়নি। আলমগীর হোসেন খলিলী গংরা তাদের পৈত্রিক সম্পত্তি ও কবরস্থান রক্ষার্থে বাঁশের বেড়া দিয়েছেন। তাছাড়া এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত সিএনজি, অটোরিকশা ও সাধারণ পথচারীরা চলাচল করে আসছে। মূলত রাস্তার এক অংশে ইউনিয়ন ছাত্রদল নেতা সাইফুল ইসলাম জোরপূর্বক নিজের বসবাসের জন্য পাকা ঘর নির্মান করছে এবং রাস্তার পুকুরের পাড়ের অংশ ভেঙ্গে বিলীন হয়ে গেছে। স্থানীয়দের দাবী, মজিবুর রহমান খোকন এবং সাইফুল গংরা প্রতিহিংসা পরায়ন হয়ে আলমগীর হোসেন খলিলী গংদের জায়গা দখলের পায়তারা করছেন।

স্থানীয় ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ আবু তাহের জানান, তাদের বাড়িতে সম্পত্তিগত বিরোধ রয়েছে, তবে আলমগীর হোসেন খলিলী গংরা তাদের পৈত্রিক সম্পত্তি ও পারিবারিক কবরস্থানের মর্যাদা রক্ষার্থে বাঁশের বেড়া দিয়েছে। বাড়ির চলাচলের রাস্তা কোন ভাবেই বন্ধ করা হয়নি। রাস্তা একটা অংশ ভেঙ্গে পুকুরে বিলীন হয়ে গেছে এবং এক অংশে রাস্তায় বাড়ি নির্মান করে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।

মজিবুর রহমান খোকন এর বোন মমতাজ বেগম ও সাইফুল ইসলাম মা তাছলিমা বেগম জানান, তারা বাড়ির এজমালি রাস্তা বন্ধ করে দিয়েছে। এতে আমাদের চলাচলে সমস্যা হয়।
এক প্রশ্নের তারা স্বীকার করে বলেন, বাড়িতে প্রতিনিয়ত ৪-৫ টা অটোরিকশা চলাচল করে এবং রাস্তার একটা অংশ ভেঙ্গে পুকুরে বিলীন হয়ে গেছে।

এ বিষয়ে আলমগীর হোসেন খলিলী মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে বলেন, আমি আমাদের পিতা-মাতা এবং পূর্বপুরুষদের কবরস্থানের মর্যাদা রক্ষার্থে আমাদের ব্যক্তিগত সম্পত্তিতে বাঁশের বেড়া দিয়েছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত থেকে দলের আদর্শকে লালন করে আসছি। কর্ম এবং রাজনীতির সুবাদে আমি পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় অবস্থান করি। ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের অন্যান্যদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়িতে আসি। বাড়িতে এসে পারিবারিক কবরস্থান অরক্ষিত দেখে আমার ভাইসহ কবরস্থানের মর্যাদা রক্ষার্থে বাঁশের বেড়া দেই। আমাদের বাড়ির একটি মহল আমাদের সম্মান ক্ষুন্ন করতে কবরস্থানকে বাড়ির এজমালি রাস্তা দাবি করে আমাদের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে ও আমার পরিবারের সদস্য এবং আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবকে নিয়ে বিভিন্ন ভাবে অপপ্রচার ও কুৎসা রটায়। আমি তাদের বিচার দাবি করছি এবং এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

প্রতিবেদক: শিমুল হাছান, ৯ এপিল ২০২৫

Share