ফরিদগঞ্জে ওলামা লীগের সভাপতি আটক
ডেভিল হান্ট ফেজ–২ অভিযানের অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জের আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা মিজানুর রহমান খন্দকার (৫৫)–কে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ) রাতে ফরিদগঞ্জ থানা পুলিশ মাওলানা মিজানুর রহমানের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পরে ফরিদগঞ্জ বিএনপির পার্টি অফিস ভাঙচুরের ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়।
বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) সকালে তাকে চাঁদপুর আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
জানা গেছে, মাওলানা মিজানুর রহমান খন্দকার একসময় বিএনপির ওলামা দলের ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি ছিলেন। তবে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি দল পরিবর্তন করে আওয়ামী লীগের ওলামা লীগের সভাপতি নির্বাচিত হন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, ডেভিল হান্ট ফেজ–২ অভিযানের অংশ হিসেবেই আওয়ামী ওলামা লীগের সভাপতিকে আটক করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান,
১৭ ডিসেম্বর ২০২৫