পাঠাগার হোক উন্নত সংস্কৃতি ও মনুষ্যত্ব অর্জনের হাতিয়ার—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে ওনুআ স্মৃতি সংসদ ও পাঠাগারের উদ্যোগে বর্ণিল পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন সংগঠনের কার্যালয়ে আয়োজিত এ উৎসবে গ্রামীণ ঐতিহ্যের নানা ধরনের পিঠা প্রদর্শন করা হয়।
উৎসব প্রাঙ্গণজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানে ফরিদগঞ্জ খেলাঘর আসরের ক্ষুদে শিশু শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে দর্শকদের মুগ্ধ করেন।
পাঠাগার উপকমিটি ও পিঠা উৎসবের আহ্বায়ক মোশারফ হোসেন নান্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ওনুআ স্মৃতি সংসদ ও পাঠাগারের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলাল এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান।
বক্তারা পাঠাগারভিত্তিক সাংস্কৃতিক চর্চা ও ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
উৎসব শেষে সেরা পিঠা প্রস্তুত ও প্রদর্শনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিবেদক: শিমুল হাছান,
৯ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur