সারাদেশের ন্যায় চাঁদপুর ফরিদগঞ্জে ১৪ নভেম্বর এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় ফরিদগঞ্জ উপজেলায় ৯টি কেন্দ্রে ৬ হাজার ১শ ৫২জন পরীক্ষার্থী অংশ নিবে। ১৪ নভেম্বর বিজ্ঞান বিভাগে অংশগ্রহণ করেছে ছাত্রছাত্রী সংখ্যা ৩১০৪ জন। এর মধ্যে অনুপস্থিত ৮১ জন এর মধ্যে ছাত্র ২৪ জন এবং ছাত্রী ৫৭ জন। ১৫ নভেম্বর বাকী ২ বিভাগে অংশগ্রহণ করবে ৩ হাজার ৪৮ জন শিক্ষার্থীরা।
ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩শত ৫২জন ছাত্র, ৫শ ৩৬ জন ছাত্রী, মোট ৮শত ৮৭ জন পরীক্ষার্থী। বিজ্ঞান বিভাগে ২৭৪ জন, ছাত্র ১২৮ছাত্রী ১৪৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২শত ৮২ জন ছাত্র, ৪শত ৫৬ জন ছাত্রী, মোট ৭শত ৩৮জন পরীক্ষার্থী । বিজ্ঞান বিভাগে ২০১ জন মধ্যে অংশগ্রহণ করেছে ১৯৭ জন, ছাত্র ৮৪ ছাত্রী ১১৩ জন। অনুপস্থিত ৪ জন।
চান্দ্রা ইমাম আরী উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ৩শত ৫২ জন ছাত্র,৪শত ৩৫জন ছাত্রী, মোট ৭শত ৮৭ জন পরীক্ষার্থী। বিজ্ঞান বিভাগে ১৬৯ জনের মধ্যে অংশগ্রহণ করেছে ১৬৮ জন ছাত্র ৭৯ ছাত্রী ৮৯ জন। অনুপস্থিত ১ জন।
রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪শত ৫৬জন ছাত্র,৭শত ১১ জন ছাত্রী, মোট ১হাজার ১শত ৬৭জন পরীক্ষার্থী।
বিজ্ঞান বিভাগে ২৯২ জনের মধ্যে অংশগ্রহণ করেছে ২৯০ জন। ছাত্র ১১৪ ছাত্রী ১৭৬ জন। অনুপস্থিত ২ জন।
ফিরোজপুর জনকল্যান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২শত ৬০জন ছাত্র,৩শত ৪০জন ছাত্রী, মোট ৬শত জন পরীক্ষার্থী। বিজ্ঞান বিভাগে ২০৫ জন ছাত্র ৮৫ ছাত্রী ১২০ জন।
ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসায় কেন্দ্রে ৩শত ৩০জন ছাত্র,৩শত ৮০জন ছাত্রী, মোট ৭শত ১০ পরীক্ষার্থী। কুরআন ও তাজবীদ বিষয় শিক্ষার্থী ৬৯১ জনের মধ্যে অংশগ্রহণ করেছে ৬৬৪ জন।ছাত্র ২৯২ জন,ছাত্রী ৩৪৫ জন অনুপস্থিত ২৭ জন এবং বিজ্ঞান বিভাগে ২৫ জন ছাত্রছাত্রীর মধ্যে অংশগ্রহণ করেছে ২২জন। ছাত্র ১৭ জন, ছাত্রী ৫ জন। অনুপস্থিত ৩ জন।
চান্দ্রা হামিদিয়া মাদ্রাসা কেন্দ্রে ২শত ৩৫জন ছাত্র, ৩শত ৫৫জন ছাত্রী, মোট ৫শ ৯০ জন পরীক্ষার্থী। কুরআন ও তাজবীদ বিষয় শিক্ষার্থী ৫৮০ জনের মধ্যে অংশগ্রহণ করেছে ৫৫৭ জন। ছাত্র ২৭১ জন, ছাত্রী ২৮৬ জন অনুপস্থিত ২৩ জন এবং বিজ্ঞান বিভাগে ৭ জন ছাত্রছাত্রীর মধ্যে অংশগ্রহণ করেছে ৬জন। ছাত্র ৩ জন, ছাত্রী ৩ জন। অনুপস্থিত ১ জন।
রূপসা আহম্মদিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ১শত ৯১জন ছাত্র,২শত ৪৭জন ছাত্রী, মোট ৪শত ৩৮ জন পরীক্ষার্থী।
কুরআন ও তাজবীদ বিষয় শিক্ষার্থী ৪৫৫ জনের মধ্যে অংশগ্রহণ করেছে ৪৩৮ জন।ছাত্র ১৯১ জন,ছাত্রী ২৪৭ জন অনুপস্থিত ১৭ জন এবং বিজ্ঞান বিভাগে ১জন অংশগ্রহণ করেছে ছাত্র ১ জন।
এস এস সি ভোকেশনাল, ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১শত ৭৭জন ছাত্র, ৫৮জন ছাত্রী, মোট ২শত ৩৫জন শিক্ষার্থী। আজকে ভোকেশনালে ২০৪ জনের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২০১ জন। ছাত্র ১৫৯ জন ছাত্রী ৪২ জন। অনুপস্থিত ৩জন।
ফরিদগঞ্জ উপজেলায় ৯টি কেন্দ্রে বিজ্ঞান বিভাগ,ভোকেশনাল, কুরআন তাজবীদ,দাখিল বিজ্ঞান বিভাগে সর্বমোট ৩হাজার ১শত ৪ জনের মধ্যে অংশগ্রহণ করেছে ৩হহাজার ২৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ৮১ জন। ছাত্র ২৪ জন, ছাত্রী ৫৭ জন।
প্রতিবেদক: শিমুল হাছান, ১৪ নভেম্বর ২০২১