Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে এম এ হান্নানকে মনোনয়নের দাবিতে বিক্ষোভ
হান্নানকে

ফরিদগঞ্জে এম এ হান্নানকে মনোনয়নের দাবিতে বিক্ষোভ

চাঁদপুরের ফরিদগঞ্জে ২০০৮ ও ২০১৮ সালে কেন্দ্রীয় নির্দেশনা অমান্য কারিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ দাবিতে এবং উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম.এ. হান্নানকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ফরিদগঞ্জ বাজার প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডের হাজী আব্দুল আলী ফিলিং স্টেশনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আমজাদ হোসেন শিপন।

ডা. আবুল কালাম আজাদ বলেন, “কিছু কুচক্রী মহল আলহাজ্ব এম.এ. হান্নান সাহেবের গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিকৃত বক্তব্য ছড়াচ্ছে। আমি তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই। এম.এ. হান্নান ফরিদগঞ্জের জনতার কাছে একটি ব্র্যান্ড নাম। তিনি অতীতে দল থেকে বহিষ্কৃত হলেও কখনও দল ও নেতাকর্মীদের পাশ থেকে সরে যাননি। সর্বদা অসহায়দের পাশে থেকে সমাজে মানবিক উদাহরণ স্থাপন করেছেন। আমরা বিশ্বাস করি, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক দিয়ে তাঁর সেই ত্যাগ ও জনপ্রিয়তার স্বীকৃতি দেওয়া হবে।”

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জুর, সাধারণ সম্পাদক আবু ইউসুফ শাওন, পৌর ছাত্রদলের সভাপতি আল-আমিন মোল্লা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শিবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি জামাই ফারুক, যুবদল নেতা সোহাগ হোসেন পাটোয়ারী, আরিফুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা।

প্রতিবেদক: শিমুল হাছান,
৯ অক্টোবর ২০২৫