ফরিদগঞ্জে এতিম শিশুদের মাঝে ইউএনও’র কম্বল উপহার

ফরিদগঞ্জে অর্ধশতাধিক এতিম শিশুকে কম্বল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।

রোববার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের উত্তর ধানুয়া রহিমিয়া তালিমুনেচ্ছা মহিলা মাদ্রাসার এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণের করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া জানান, প্রচণ্ড শীতে সারা দেশের ন্যায় ফরিদগঞ্জ উপজেলাবাসীও কষ্ট পাচ্ছেন। শীতে কোনো দুস্থ পরিবার যেন কষ্ট না পায়, সেজন্য তাদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। বিশেষ করে আজ মাদরাসার প্রায় আর্ধশতাধিক এতিম শিশুর হাতে কম্বল উপহার দিয়েছি। শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ আমাদের অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব।

প্রতিবেদক: শিমুল হাছান, ৫ জানুয়ারি ২০২৪

Share