ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে এডিবির ৬৯ লাখ টাকার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন

ফরিদগঞ্জ পৌরসভায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজ সম্পাদনের জন্য এডিবির ৬৯ লাখ টাকার টেন্ডার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে ২৯ জানুয়ারি বুধবার।

মেয়র মাহফুজুল হকের মেয়াদের শেষ বছরে এ টেন্ডারে পৌরসভার আরো রাস্তা সংষ্কারের জন্য মেয়রের প্রশংসনীয় উদ্যেগ সবাই ইতিবাচক হিসেবেই দেখছেন।

মোট ১২ টি প্যাকেজের কাজ পেয়েছে রিয়েল সোর্সিং এন্টার প্রাইজ ৭টি, জননী এন্টার প্রাইজ ২টি , ইমন ট্রেডার্স ১টি ও মোঃ আলমগীল হোসেন মোল্লা ২টি ওই কাজের জন্য দরপত্র দাখিলের পর গতকাল আনুষ্ঠানিক ভাবে লটারীর মাধ্যমে তারা এ কাজগুলো পেয়েছে।

ওই কাজ পেতে বিভিন্ন ঠিকাদার মোট ৩৬টি দরপত্র দাখিল করেছেন। লটারী কার্যক্রম পরিচালনা করেছে পৌরসভার মেয়র মাহফুজুল হক। এ সময় মেয়রের সাথে উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী নজরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পৌরসভার বিভিন্ন এলাকার রাস্তা সংষ্কারের জন্য ৬৯ লাখ টাকার কাজের লটারী সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে সম্পন্ন করতে পারায় পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শিমুল হাছান

Share