চাঁদপুরের ফরিদগঞ্জ বালিথুবা পশ্চিম ইউনিয়নের পুর্ব সেকদি গ্রামে আবদুল মান্নান বেপারী (৬০) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছ। ১৬ জুন মঙ্গলবার এই ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার পুর্ব সেকদি গ্রামের মৃত কাদের বেপারীর ছেলে বৃদ্ধ আবদুল মান্নান বেপারীর লাশ গতকাল সকালে তার বাড়ির অদুরে একটি গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় আশপাশের লোকজন।
প্রতিবেশিরা জানায়, ওই বৃদ্ধ আবদুল মান্নান মানসিক ভাবে কিছুটা অসুস্থ ছিল। ইতিপূর্বে তার পরিবারের লোকজন মান্নান বেপারীর চিকিৎসা করিয়েছেন।
কিন্তু এরই মধ্যে তিনি মঙ্গলবার ভোরে বাড়ির পাশের একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহনন করে। খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব জানান, থানায় প্রাথমিক ভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পোস্ট মর্টেম রির্পোট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে।
প্রতিবেদক:শিমুল হাছান,১৭ জানুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur