Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে এক পরিবারের জন্য ২৫ লাখ টাকার ব্রীজ!
ফরিদগঞ্জে এক পরিবারের জন্য ২৫ লাখ টাকার ব্রীজ!

ফরিদগঞ্জে এক পরিবারের জন্য ২৫ লাখ টাকার ব্রীজ!

যাত্রী সাধারণের যাতায়াতের রাস্তায় খালের ওপর এখন পর্যন্তও ব্রীজ নেই এরকম এলাকা রয়েছে অনেক। অথচ এক পরিবারের জন্য ২৫ লাখ টাকা ব্যয়ের একটি ব্রীজ।

মাত্র কয়েক শ’ মিটার দূরত্বে পাশেই খালের ওপর রয়েছে আরেকটি ব্রীজ।

সরেজমিনে দেখা গেছে, ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাচনমেঘ গ্রামের মজুমদার বাড়ির সামনে মরহুম আবদুল মালেক মজুমদারের পরিবারের পাঁচ ছেলের জন্য নির্মিত হয় ব্রীজ। যার মধ্যে তাদের চার ভাই প্রবাসী । এক ভাই ও তাদের ছেলে মেয়ের যাতায়াতের জন্য সরকারি অর্থে ২৫ লাখ টাকা ব্যয়ে খালের ওপর ব্রীজটি নির্মাণ করে হয়।

একটু ঘুরে গেলে সে ব্রীজটি দিয়ে চলাচল করা লাগে না।

চলতি বছরের শুরতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনণালয়ের অনুদানে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত হলো ওই ব্রীজটি। যা দেখে স্থানীয় ও চলাচলরত পথচারীদের মনে প্রশ্ন জাগে। এক পরিবারের জন্য কেনো একটি ব্রীজ?

একটি সূত্র দাবি করেছে, ‘ওই পরিবারের কাছে থেকে ব্রীজটির বিনিময়ে মোটা অংকের অর্থ নেয়া হয়েছে।’

ফরিদগঞ্জে এক পরিবারের জন্য ২৫ লাখ টাকার ব্রীজ!

About The Author

প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়, স্টাফ করেসপন্ডেন্ট

Leave a Reply