Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে একটি মাদ্রাসায় কেউ পাস করেনি
Faridganj-ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে একটি মাদ্রাসায় কেউ পাস করেনি

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় গড় পাসের হার তুলনামূলকভাবে কম হলেও জিপিএ-৫ অর্জন করেছেন মোট ১২৬ জন শিক্ষার্থী। তবে আশঙ্কার বিষয়, উপজেলার একটি মাদ্রাসা থেকে কেউই উত্তীর্ণ হয়নি।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ফরিদগঞ্জ উপজেলার ৪৭টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৩ হাজার ৫৭৮ জন শিক্ষার্থী। এদের মধ্যে পাস করেছে ১ হাজার ৯১২ জন। পাসের হার ৫৩ দশমিক ৪৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০৩ জন। এর মধ্যে সর্বোচ্চ ১০ জন জিপিএ-৫ অর্জন করেছে ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে।

দাখিল পরীক্ষায় উপজেলার ৫২টি মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৬৮৫ জন। পাস করে ১ হাজার ২৯৩ জন। পাসের হার ৭৬ দশমিক ৭৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২২ জন। এর মধ্যে পুরাণ রামপুর আলিম মাদ্রাসা থেকে সর্বোচ্চ ৫ জন এবং ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা থেকে ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এদিকে এসএসসি ভোকেশনাল শাখার ৩টি প্রতিষ্ঠান থেকে অংশ নেয় ৮৩ জন। এর মধ্যে পাস করেছে ৫৩ জন। পাসের হার ৬৩ দশমিক ৮৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র ১ জন।

তবে উপজেলার সদকিরামপুর দাখিল মাদ্রাসার ফল শোচনীয়। প্রতিষ্ঠানটির কোনো শিক্ষার্থীই এ বছর উত্তীর্ণ হতে পারেনি।

প্রতিবেদক: শিমুল হাছান, ১০ জুলাই ২০২৫