২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার প্রথম দিনে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ৬৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১৯ জন ছাত্র এবং ৪৪ জন ছাত্রী।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অফিস সূত্রে জানা গেছে, প্রথম দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২২ জন, আলিমে ৩৮ জন এবং এইচএসসি (কারিগরি) শাখায় ৩ জন।
ফরিদগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে ৪টি কেন্দ্রে, আলিম পরীক্ষা ৩টি কেন্দ্রে এবং কারিগরি পরীক্ষা ১টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।
এ বছর উপজেলার ৮টি কলেজ থেকে মোট ১,৯৯৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৭৫৬ জন এবং ছাত্রী ১,২৪১ জন।
আলিম পরীক্ষায় অংশ নিচ্ছেন ৭৫২ জন শিক্ষার্থী—তাদের মধ্যে ছাত্র ৩৮৭ জন এবং ছাত্রী ৩৬৫ জন।
প্রতিবেদক: শিমুল হাছান, ২৬ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur