চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সহ আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে ফরিদগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৬ জুন মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা ৩ টি রিপোর্টের মধ্যে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক রুপসা উত্তর ইউনিয়নের গাব্দের গাঁও গ্রামের বিধান চন্দ্র দেবনাথ (৫৩), ৭নং পাইকপাড়া ইউনিয়নের কড়়ইতলি গ্রামের রাকিব হোসেন (৩৭) ও বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনের গাঁও গ্রামের আব্দুস সাত্তার (৫৩) এর রিপোর্ট পজিটিভ আসে।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী জানান, মঙ্গলবার ৪ জনের রিপোর্ট আসে। এর মধ্যে ৩ জনের করোনা পজিটিভ।
তিনি আরো জানান, এই পর্যন্ত উপজেলা থেকে মোট ২৮৭ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । এর মধ্যে ২৬৪ টি রিপোর্ট এসেছে। ২৩ টি অপেক্ষমান রয়েছে।
এদিকে করোনা রিপোর্ট পজিটিভ আসার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরির নির্দেশনায় আক্রান্তদের বাড়িগুলো সম্পূর্ন লকডাউন করে দিয়েছে পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
প্রতিবেদক : শিমুল হাছান, ১৬ জুন ২০২০