সামনে সুযোগ পেলে ফরিদগঞ্জে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে: লায়ন হারুনুর রশিদ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) বিকেলে পূর্ব লাউতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাওলানা আবুল কালাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন হারুনুর রশিদ বলেন, “২০০২ সালে আমি বিএনপির রাজনীতিতে যুক্ত হই। তখন থেকে এখন পর্যন্ত বিএনপির সাথেই আছি। গত ১৮ বছর আমাদের নেতাকর্মীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারেননি। তাদের বিরুদ্ধে ২৮৭টি মামলা ছিল, যার মধ্যে দ্রুত বিচার আইনের মামলাও রয়েছে। এসব মামলায় বিভাগীয় পর্যায়ে হাজিরা দিতে হতো। ২৬ মাস আমাদের নেতাকর্মীরা চট্টগ্রামে থেকে না খেয়ে-কষ্টে দিন কাটিয়েছেন। একটি মামলায়ই খরচ হয়েছে প্রায় ৩৫ লাখ টাকা। তবুও আমি কখনো নেতাকর্মীদের ছেড়ে যাইনি। এমপি থাকাকালীন ফরিদগঞ্জের উন্নয়নে যতটুকু সম্ভব কাজ করেছি। সামনে সুযোগ পেলে এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু,
ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তফা কামাল চৌধুরী,ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস পাটওয়ারীসহ স্থানীয় নেতাকর্মীরা।

প্রতিবেদক: শিমুল হাছান,
১৬ নভেম্বর ২০২৫