ফরিদগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩

চাঁদপুরের ফরিদগঞ্জে ১শ ৫ পিচ ইয়াবা ও এক কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। ২৭ জুলাই বুধবার পৌরসভা এলাকার কাছিয়্ড়াা গ্রাম থেকে আবদুর রহমান (৩১) ও মো: হাবিব (২৭) কে ১০৫ পিস ইয়াবা ও ৫শ গ্রাম গাঁজা সহ আটক করা হয়েছে।

একই দিনে জিআর মামলার পলাতক আসামী হিসেবে উপজেলার পূর্ব আলোনিয়া এলাকা থেকে মো: নূরনবী কালু (৩৩) কে ৫শ গ্রাম গাঁজা সহ আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মো: শহীদ হোসেনের নির্দেশে এস আই নূরুল ইসলামসহ সংগীয় ফোর্স দুটি পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজাসহ তাদেরকে আটক করে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি শহীদ হোসেন জানায়, ১শ ৫ পিচ ইয়াবা ও ১ কেজি গাঁজা সহ আটক ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় দুটি পৃথক মামলা দায়ের করে বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

প্রতিবেদক: শিমুল হাছান, ২৭ জুলাই ২০২২

Share