চাঁদপুরের ফরিদগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ মোঃ জহির (৩৮) নামে এক যুবককে আটক করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ।
১৬ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার চর মান্দারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে চাঁদপুর টু রায়পুর সড়ক থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী যুবক লক্ষ্মীপুর জেলার নন্দনপুর গ্রামের জমিদার বাড়ির
মৃত নুর ইসলামের ছেলে।
জানা যায়, মোঃ জহির দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদক ব্যবসা করে আসছে। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার এস আই(নিরস্ত্র) আব্দুছ ছালাম ও সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। এসময় ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জহিরকে গ্রেফতার করেন তারা।
পরে আসামী জহিরের বিরুদ্ধে চাঁদপুর ফরিদগঞ্জ থানায় মাদক মামলার এজাহার দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশ।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ১৬ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur