ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবা ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
৩১ আগস্ট সোমবার, গোপন সংবাদের থানার অফিসার ইনচার্জ আবদুর রকিবের নির্দেশে এসআই নুরুল ইসলাম সংগীয় ফোর্সসহ ৩০ পিস ইয়াবাসহ উপজেলার পৌর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কাছিয়াড়া গ্রামের আতর আলী রাঢ়ীর ছেলে সাইফুল ইসলাম রাঢ়ী(৩৮) ও উপজেলার বদরপুর গ্রামের আব্দুর মান্নানের ছেলে সোহেল (৩০)কে আটক করা হয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রকিব জানান, পুলিশের অভিযান পরিচালনা করে ২ মাদক ব্যবসায়ীকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান,১ সেপেটম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur