ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে ‘ইসলামের কটুক্তি’ করায় স্কুল সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ

চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার শোল্লা স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি নাছিরুল ইসলাম জুয়েল চৌধুরী ইসলামের বিরুদ্ধে ‘ইসলাম, কোরআন ও নারীদের নিয়ে কটুক্তিমূলক’ বক্তব্য দেয়ার প্রতিবাদে সোমবার (২২ আগস্ট) বিকেলে স্থানীয় মুসল্লীরা মানববন্ধন ও সমাবেশ করেছে।

গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) শোল্লা স্কুল এন্ড কলেজের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধুর ৪১ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ম্যানেজিং কমিটির সভাপতি ‘ইসলাম ও কোরআনের আয়াত কে ব্যঙ্গসহ বিভিন্ন কটুক্তিমূলক বক্তব্য দেন।’

তার এ বক্তব্যের আলোকে সোমবার বিকেলে জাতির জনক ও স্থানীয় সাংসদের ছবি সংবলিত ব্যনারে আহলে সুন্নাত ওয়াল জামায়াতে ব্যানারে স্থানীয় মুসল্লিারা শোল্লা বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।

আছরের নামাজের পর স্থানীয় মসজিদে সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন মহান নেতা। এই মহান নেতার আর্দশে অনুপ্রাণিত হয়ে তার সুযোগ্য কন্যা দেশনেত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ার কাজ করছেন। শিক্ষাক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যেখানে মহান নেতার আর্দশ ও জীবনী সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। আর শোল্লা স্কুল এন্ড কলেজে সে দিন ইসলাম ও কোরআনের আয়াতকে ব্যঙ্গসহ বিভিন্ন কটুক্তিমূলক বক্তব্য দেন ম্যানেজিং কমিটির সভাপতি নাছিরুল ইসলাম জুয়েল চৌধুরী। আমরা বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সরকারের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন, স্থানীয় আবুল হাসান, ৪ নং সুবিদপুর ইউনিয়ন যুবলীগ নেতা সৈকত মোল্লা, কামরুল ইসলাম গাজী, মাও. আব্দুল হাই, মাও. নুরুল ইসলাম, মাও. আব্দুস সামাদ, মাও. আব্দুল গণি, মাও. রহমত উল্ল্যাহ, মাও. আমিনুল ইসলাম, খোরশেদ আলম প্রমুখ।

ঘটনাস্থলে আসা ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, ‘কেউ যদি ইসলামের বিরুদ্ধে কোন ধরণের কটুক্তি করে থাকে। তাহলে তার আইন অনুযায়ী অবশ্যই বিচার হবে। সকল কর্মসূচি এখন বন্ধ রাখেন। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারা আপনাদের অভিযোগ ও প্রমাণ নিয়ে উপজেলা নির্বাহী স্যারের বরাবর চলে যাওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে।’

শোল্লা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আরিফ হোসেন বিএসসি জানায়, ‘তিনি (সভাপতি) বামপন্থি সংগঠনের তাই। ওই দিন একটু বেশি বলে ফেলেছেন।’

এ বিষয়ে শোল্লা স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি নাছিরুল ইসলাম জুয়েল চৌধুরী ফোন আলাপে জানান, ‘আমি ইসলাম ও কোরআনের আয়াত ব্যঙ্গ করে ওই দিন কোনো বক্তব্য প্রদান করি নি। একটি কুচক্রি মহল সম্পত্তিগত বিরোধে আমার নামে এ ধরণের অপবাদ ছড়াচ্ছে।’

প্রসঙ্গত, সভাপতি নাছিরুল ইসলাম জুয়েল চৌধুরী একটি অনুষ্ঠানে ছাত্রীদের হিজাব নিয়ে বিরুপ মন্তব্য করেছেন মর্মে একটি মোবাইলে ধারণকৃত রেকর্ড (চাঁদপুর টাইমসের নিকট সংগৃহীত) রয়েছে।

ফরিদগঞ্জ থেকে ফিরে শরীফুল ইসলাম ও মাজহারুল ইসলাম অনিক : আপডেট, বাংলাদেশ সময় ১১:৪০ পিএম, ২২ আগস্ট ২০১৬, সোমবার
ডিএইচ

Share