ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আঃ ছোবাহান লিটনের ভাই ফরিদগঞ্জ ইসলামী ব্যাংকের বিনিয়োগ কর্মকর্তা ইসমাইল হোসাইন (৫৫) চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন। ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ ইসলামী ব্যাংকের শাখার বিনিয়োগ কর্মকর্তা ইসমাইল হোসাইন শুক্রবার (৯ মে) সকল সাড়ে ৭টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ আসর নিজ বাড়িতে নামাজ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে ইসমাইল হোসাইনের মৃত্যুতে ফরিদগঞ্জ প্রেসক্লাব পরিবার ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
নিজস্ব প্রতিনিধি, ৯ মে ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur