ফরিদগঞ্জে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল

জুলাই অভ্যুত্থানের বছর পূর্তি উদযাপন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সমাবেশ ও গণ মিছিল বের করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগষ্ট) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে সমাবেশ শেষে গণ মিছিলটি পৌর একার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু মুছা সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক শায়খুল হাদীস আল্লামা মুকবুল হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মুকবুল হোসাইন বলেন, “বর্তমানে দেশে দুর্নীতিবাজ, লুটেরা ও দালালদের দাপট চরমে। ভোটাধিকার হরণ, লুটপাট ও ক্ষমতার অপব্যবহার চলছে গায়ের জোরে। ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব ছাড়া এ দেশের মুক্তি নেই। ফরিদগঞ্জবাসী যদি আমাকে সুযোগ দেন, আমি ইনসাফ, ন্যায় ও উন্নয়নের রাজনীতি গড়ে তুলব।”

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি হাফেজ মাওলানা বেলাল হোসেন রাজী, সদস্য মাছুম বিল্লাহ্, শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা বোরহান উদ্দিন, যুব আন্দোলন ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা নূরুল্লাহ্, এসিস্ট্যান্ট সেক্রেটারি জানে আলম জুয়েল, ছাত্র আন্দোলন ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. মিনহাজুল ইসলাম, মো. রাসেল হোসেন, মহিউদ্দিন, আকরাম হোসেন প্রমূখ।

বক্তারা আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থান’ কোনো সাধারণ ঘটনা নয়; এটি অন্যায়ের বিরুদ্ধে এক ঐতিহাসিক প্রতিবাদ

প্রতিবেদক: শিমুল হাছান/ ৫ আগস্ট ২০২৫