Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জে ইসলামপুর মাদ্রাসার নির্বাচন সম্পন্ন
মাদ্রাসার

ফরিদগঞ্জে ইসলামপুর মাদ্রাসার নির্বাচন সম্পন্ন

প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যদিয়ে ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর বালিকা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

সভাপতি পদে দুইজন প্রার্থী অংশগ্রহণ করে একজন ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ আরেকজন বাসসের জেলা প্রতিনিধি ও ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির( বিআরডিবি) চেয়ারম্যান আ: সালাম আজাদ জুয়েল। ২ আগস্ট মঙ্গলবার সকাল ভোট গ্রহণ শুরু হয়।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মশিউর রহমান ভূঁইয়া। মোট ভোটার সংখ্যা ৮ জন। মুহম্মদ হারুনুর রশিদের নাম প্রস্তাব করেন মাদ্রাসার নির্বাচিত অভিভাবক সদস্য মোঃ জাহাঙ্গীর মিজি , আব্দুস সালাম আজাদ জুয়েলের নাম প্রস্তাব করেন অভিভাবক সদস্য আব্দুর রহিম মিয়াজী।

অতঃপর ৮ জন ভোটারের গোপন ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচনের জন্য ভোটের ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিদের গোপন ভোটের মাধ্যমে ৪ ভোট পেয়ে আব্দুস সালাম আজাদ জুয়েল ইসলামপুর সাদিকিয়া বালিকা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি ২০২২ এর সভাপতি নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ ৩ ভোট পেয়ে পরাজিত হন। বাকী ১ ভোটার দুইজন প্রার্থীর পক্ষে সিল দেয়ায় তা বাতিল বলে ঘোষণা করেন দায়িত্বরত প্রিজাইডিং অফিসার।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূঁঞা আব্দুস সালাম আজাদ জুয়েল কে সভাপতি ঘোষণা করেন।

প্রতিবেদক: শিমুল হাছান, ২ আগস্ট ২০২২