Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন দুই যুবক
ইয়াবা

ফরিদগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন দুই যুবক

চাঁদপুরের ফরিদগঞ্জের গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন এলাকায় সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ আহাদকে ৬ পিস ইয়াবা দিয়ে যৌথ বাহিনীর হাতে তুলে দিতে গিয়ে ফেঁসে গেলেন দুই যুবক।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৫ এপ্রিল) রাতে ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনীর ও থানা পুলিশকে খবর দেয় স্থানীয় মোঃ নবীর হোসেন ভুইয়া (৩৫) ও মোঃ সবুজ (২৫)। তারা প্রশাসনকে জানায়, আহাদ গোবিন্দপুর এলাকায় ইয়াবা ব্যবসা করছে। সেনাবাহিনী ও পুলিশ যৌথ ভাবে ঘটনাস্থলে গিয়ে আহাদকে গ্রেফতার ও করে এবং ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখে যে আহাদ ইয়াবা ব্যবসা ও সেবনের সাথে জড়িতনা। এরপর জানা যায়, আহাদের সাথে নবীর হোসেন ও সবুজদের সাথে সম্পতিগত বিরোধ ও মামলা রয়েছে। তাই তার নিজের আহাদ ফাঁসাতে চেয়েছিল।

বিষয়টি নিশ্চিত করে দেফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ আলম জানান, নবীর হোসেনের তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ও পুলিশ ৬ পিস ইয়াবাসহ আহাদ নামে এক যুবককে গ্রেফতার করে। এরপর আমার যাচাই-বাছাই করে দেখি আহাদ ইয়াবা ব্যবসা ও সেবনের সাথে জড়িতনা। তাই নবীর হোসেন ও সবুজকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে আহাদের সাথে শত্রুতা করে
ইয়াবা দিয়ে ফাঁসাতে চেয়েছিল। তাই নবীর হোসেন ও সবুজকে ওই ইয়াবা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিবেদক: শিমুল হাছান, ৬ এপ্রিল ২০২৫