চাঁদপুরের ফরিদগঞ্জে ২শত পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলমের নির্দেশে এসআই আনোয়ার হোসেন ও এএসআই জুমায়েত হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বাঁশতলা এলাকার দাই বাড়িতে অভিযান চালিয়ে দুইশত পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।
গ্রেফতার কৃতরা হলো, লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার চরপাতা এলাকার মৃত ইমাম মাওলার ছেলে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন(৩৭) ও রামগঞ্জ উপজেলার চাঙ্গিরগাঁও এলাকার মিস্ত্রি বাড়ির নাছির আলীর ছেলে একাধিক ডাকাতি ও মাদক মামলার আসামি মাদক ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন অরপে জহিস্যা(৩৫)।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে মাদক আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, ফরিদগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত সমাজ বিনির্মাণে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: শিমুল হাছান,৭ ডিসেম্বর ২০২৪