Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
ইয়াবাসহ

ফরিদগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চাঁদপুরের ফরিদগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৪ আগস্ট) রাতে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলমের নির্দেশে এসআই জাকির হোসেন ভূঁইয়া ও এএসআই মো. নাজমুল হাসান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাসা মাদ্রাসা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ৪০ পিস ইয়াবাসহ মো. জাকির জমাদার (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জাকির চাঁদপুর সদর উপজেলার পশ্চিম মদনা এলাকার সিরাজ জমাদারের ছেলে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে (৫ আগষ্ট) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।”

প্রতিবেদক: শিমুল হাছান/ ৫ আগস্ট ২০২৫