ফরিদগঞ্জে ইয়াবাসহ শীর্ষ মাদক সম্রাট কামরুল গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে পনেরটি মাদক মামলার আসামি ও শীর্ষ মাদক কারবারি কামরুল হাসানকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোররাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলমের নেতৃত্বে এএসআই জুমায়েত হোসেন জুয়েল ও সঙ্গীয় ফোর্স ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের বৈচাতলি এলাকায় অভিযান চালিয়ে কামরুল হাসান (৪০) কে ১০৩ পিস ইয়াবাসহ আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিনের পলাতক আসামি শীর্ষ মাদক ব্যবসায়ী কামরুলকে অবশেষে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে দুইটি মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং পূর্বে দায়ের হওয়া আরও ১৫টি মামলা চলমান। জেল থেকে বের হয়ে পুনরায় সে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে।

গ্রেপ্তারকৃত কামরুল হাসান বৈচাতলি গ্রামের হাজী বাড়ির বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ আলম বলেন, “শীর্ষ মাদক কারবারি কামরুলকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নতুন করে আরও একটি মাদক আইনের মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, কামরুলের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, যেন সে আর কোনোভাবেই জামিনে বের হয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়াতে না পারে।

প্রতিবেদক: শিমুল হাছান, ২৮ আগস্ট ২০২৫