চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) রাতে ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনী ও থানার যৌথ অভিযানে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় ১২৪ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪ হাজার ২০০ টাকা নগদসহ মাদক কারবারি মজিব বেপারী (৫০) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মজিব বেপারী গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাওয়াকান্দি বেপারী বাড়ির মৃত মুসা বেপারীর ছেলে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, গ্রেপ্তারকৃত মজিব বেপারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান,
৯ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur