ফরিদগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
চাঁদপুরের ফরিদগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩০ আগস্ট) রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলমের নির্দেশে এএসআই মো. ছগির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পশ্চিম আলোনিয়া এলাকায় অভিযান চালিয়ে মো. রুবেল হোসেন (৩২) কে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রুবেল হোসেন পশ্চিম আলোনিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ্ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান, ৩১ আগস্ট ২০২৫