চাঁদপুরের ফরিদগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ। ২০ নভেম্বর শনিবার রাতে থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই মোঃ নাছির আহাম্মদ ও এএসআই মোঃ শফিক মিয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সেন্টু প্রকাশ জসিম(২০) ও মোঃ পারভেজ হোসেন(৩১)কে ২৫পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
মাদক ব্যবসায়ী সেন্টু প্রকাশ জসিম পার্শ্ববর্তী লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার চরপাতা এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে এবং মোঃ পারভেজ হোসেন একই উপজেলার পূর্ব চরপাতা এলাকার আবুল কালামের ছেলে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, দুই মাদক ব্যবসায়ীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান, ২১ নভেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur