Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ইটভাটাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ভ্রম্যমাণ আদালতে

ফরিদগঞ্জে ইটভাটাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

চাঁদপুরের ফরিদগঞ্জে ইটভাটায় ভ্রম্যমাণ আদালতে অর্থদন্ড করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি সোমবার দুপুরে ফরিদগঞ্জ সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তারের নেতৃত্বে ভ্রম্যামাণ আদালত পরিচালনা র্কা হয়।

জানাগেছে উপজেলার পাইকপাড়া দক্ষিন ইউনিয়ন সহ কয়েকটি ইউনিয়নে নিম্ন মানের ইট তৈরী হচ্ছে এই খবরে নড়ে চড়ে উঠেছে উপজেলা প্রশাসন।

এসময় নিম্ন মানের ইট তৈরী এবং পরিবেশ বান্ধব ইটভাটা না হওয়ায় পাইকপাড়া দক্ষিন ইউনিয়নের গাজীপুর সংলগ্ন মানিকরাজ ব্রিকফিল্ডের ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জানান, নিম্ন মানের ইট তৈরী এবং যে সকল ইটভাটা পরিবেশ বান্ধব নয় সে সকল ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক:শিমুল হাছান,২২ ফেব্রুয়ারি ২০২১