Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ইউপি সদস্য ও যুবলীগ নেতা আটক
ইউপি সদস্য

ফরিদগঞ্জে ইউপি সদস্য ও যুবলীগ নেতা আটক

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযানে দুই রাজনৈতিক নেতা আটক হয়েছেন। তারা হলেন—রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইউনুস ও রূপসা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের নেতা কামাল হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৯ মে ২০২৫) দিবাগত রাতে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক আরিফ হোসেন সরকার, আমজাদ হোসেন এবং সহকারী উপপরিদর্শক জুমায়েত ও দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযানে অংশ নেয়। অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

পরে মঙ্গলবার (২০ মে) দুপুরে তাদেরকে ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি ফরিদগঞ্জ থানায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। মামলাটি ২০২২ সালে উপজেলা বিএনপি অফিসে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা হয়েছিল।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম অভিযান ও আটক সংক্রান্ত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ফরিদগঞ্জে সন্ত্রাস ও নাশকতা বিরোধী অভিযানের অংশ হিসেবে ‘ডেভিল হান্ট’ নামের একটি বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ।

প্রতিবেদক: শিমুল হাছান,২০ মে ২০২৫